শীতের সঙ্গে যেন পাল্লা দিয়েই ঘরে ঘরে শিশুরা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত নানা রোগে। নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে হাসপাতালগুলোতে এ ধরনের রোগী স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ বেড়েছে বলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত বুধবার এক দিনে ৩০ জনের বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশু ভর্তি হয়েছে বলে জানা গেছে। ওই দিন দুপুর পর্যন্ত চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে রোগী ছিল ৮৪ জন।...

